টোটোয় অচৈতন্য করে বৃদ্ধার সোনার গয়না ছিনতাই , চাঞ্চল্য শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৩১ মার্চঃ অভিনব উপায় ছিনতাই এর ঘটনা ঘটল শিলিগুড়িতে। টোটোয় মহিলাকে অচৈতন্য করে সোনার অলঙ্কার লুট করল ছিনতাইকারিরা । ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে।বুধবার ফুলেশ্বরী মোড় থেকে একটি টোটোতে ওঠেন ছবি মণ্ডল নামে এক মহিলা।৩৫ নম্বর ওয়ার্ডেই তাঁর বাড়ি।অভিযোগ, তিনি টোটোয় উঠে দেখেন দুই যুবক বসে রয়েছে।তাঁরা গল্পও করেন তাঁর সঙ্গে।এরপরই তিনি অচৈতন্য হয়ে যান।পরে জ্ঞান ফিরতেই দেখেন এনজেপি স্টেশনে পড়ে রয়েছেন।হাতে ও গলায় থাকা সমস্ত অলঙ্কার চুরি হয়েছে।এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ ঘটনার পরে তাঁরা এনজেপি স্টেশনে জিআরপিতে গেলেও অভিযোগ নিতে চায়নি। পরে এনজেপি থানাতে গেলেও সেখান থেকে বিষয়টি জিআরপিকেই জানাতে বলে। মহিলার অভিযোগ, টোটো চালক ও ওই যুবকেরা কিছু স্প্রে করে অচৈতন্য করে এই অলঙ্কার লুট করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন