উত্তরবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হতেই মহিলা সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর তৃণমূল
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ নির্বাচনি নির্ঘন্ট ঘোষণা হতেই , রাজনৈতিক তৎপরতা তুঙ্গে । যে যার মত করে ঘর গুছাতে ব্যস্ত । বিশেষ করে সংগঠনের ফাক ফোঁকর গুলো মেরামতেও ব্যস্ত সবাই। শুক্রবার দিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কিছুদিন ধরেই রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার শুরু করে দিয়েছে। শিলিগুড়ি শহরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার আরম্ভ করেছে। শুক্রবার দিন শিলিগুড়ি১৩ নম্বর ওয়ার্ড ও শিলিগুড়ি১৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের বুধ ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই বুধ ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি১৪ নম্বর ওয়ার্ডের সেঞ্চুরিয়ান গার্ডেন এ । এই কর্মীসভা তে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটর মানিক দে ও ১৪নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রাবণী দত্ত । রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এর জন্য এই কর্মীসভা করা হয়। দলের পরিকাঠামো কে শক্ত করতে, আরো বিভিন্ন বিষয় নিয়ে কর্মীসভা তে আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন