সুন্দরবন থেকে উত্তরবঙ্গ শ্যুটিং করে গানের অ্যালবাম পর্যটন মন্ত্রীর

 এবার ভোট প্রচারে পর্যটন মন্ত্রীর ভিডিও গানের অ্যালবাম 


কুশল দাশগুপ্ত,  শিলিগুড়ি,১৪ ফেব্রুয়ারিঃ সামনে বিধানসভা ভোট। তার আগে গানের অ্যালবাম হতে পারে প্রচারের আরেক মাধ্যম। বুথে বুথে বাজতে পারে তাঁর গান। কিন্তু সেটা হয়তো সময় বলবে। তবে আপাতত ১১০০ সিডি ও ১০০ পেন ড্রাইভে মন্ত্রী গৌতম দেবের গান পৌঁছাবে দলের কর্মী ও সাধারণ মানুষের কাছে।

 তবে কি মন্ত্রীর বিধানসভা এলাকায় এবার থেকে বাজবে সেই গান? সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী গৌতম দেব জানান, অনেকের কাছেই এই অ্যালবামটি থাকবে।মানুষ যদি চায় তাহলে বাজাবে।অ্যালবাম নিয়ে মন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় সুন্দরবন থেকে শুরু করে পাহাড়ে এই অ্যালবামের শুটিং করেছি।  তবে কি মন্ত্রীর বিধানসভা এলাকায় এবার থেকে বাজবে সেই গান? সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী গৌতম দেব জানান, অনেকের কাছেই এই অ্যালবামটি থাকবে।মানুষ যদি চায় তাহলে বাজাবে।অ্যালবাম নিয়ে মন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় সুন্দরবন থেকে শুরু করে পাহাড়ে এই অ্যালবামের শুটিং করেছি।

মন্তব্যসমূহ