সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
নির্বাচনী প্রচার লড়াই এ নামবে বিজেপি'র ডিজিটাল প্রচার গাড়ি
প্রচারে টেক্কা দিতে দিল্লী থেকে আসছে বিজেপি'র ডিজিটাল প্রচার গাড়ি
নিজস্ব সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ গতকালই পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।দার্জিলিং, জলপাইগুড়িতে ভোট ১৭ এপ্রিল।ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের স্লোগান কি হবে তা স্থির করে ফেলেছে।পিছিয়ে নেই বিজেপিও। ২১শে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে কার্যকরী করতে বিজেপির নির্বাচনী প্রচারে প্রত্যেকটি বিধানসভায় আসছে ডিজিটাল গাড়ি।শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রথীন বোস। রথীন বোস বলেন, এই ডিজিটাল গাড়িতে সোনার বাংলা গড়ার বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে।কিভাবে সোনার বাংলা গড়া হবে, পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার জন্য কি কি চাই সমস্তটাই থাকবে ডিজিটাল গাড়ির প্রচারে।তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় সেই গাড়ির উদ্বোধন করেছেন।খুব শীঘ্রই প্রতিটি বিধানসভায় আসছে ডিজিটাল গাড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন