শিলিগুড়ি বাস্তুহারা কালীবাড়ির উদ্যোগে স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ আজ শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে বাসতুহারা কালীবাড়ির উদ্যেগে একটি বিনামুল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল।এই বিনামুল্যে চিকিৎসা শিবিরের আয়োজক ছিলেন বাসতুহারা কালীবাড়ি কমিটি।উদ্বোধন করলেন ১৪নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ।আজ সুগার,প্রেসার এবং চক্ষু পরিক্ষা শিবিড় অনুষ্ঠিত হয়।প্রায় আশি থেকে নববই জন এই পরীক্ষা শিবিরে এসে পরীক্ষা করান।পরে কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত জানান বহুদিন থেকেই কালীবাড়ি কমিটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিলো চিকিৎসা শিবিরের,আজ সেটা হওয়াতে আমি যথেষ্ট খুশি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন