জপাইগুরির নদীতে ধরা পড়া বিশাল বোয়াল মাছে দাম উঠল প্রায় ১১ হাজার টাকা


করলা নদীতে ধরা পড়ল ১৩ কেজির বোয়াল মাছ 



নিজস্ব সংবাদদাতা ,   জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ির করলা নদীতে ধরা পড়ল ১৩ কেজি ওজনের বিশাল জানা গিয়েছে,শনিবার সকালে করলা নদী থেকে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরেন এক ব্যক্তি।এরপর স্টেশন বাজরে সেই মাছটি মাছ বিক্রেতাদের হাতে বিক্রি করে দেন তিনি।সেই বিশাল আকৃতির মাছটিকে দেখে বাজারে আসা ক্রেতাদের মধ্যে উৎসাহ তৈরি হয়।পরবর্তীতে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জিব চ্যাটার্জি বলেন, নদীর বাস্তুতন্ত্র ফিরে আসার জন্য এই ধরণের মাছ এখন  দেখতে  পাওয়া যাচ্ছে। 

মন্তব্যসমূহ