বহু বছর পর দার্জিলিং রাজভবন সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হল

 

দার্জিলিং  রাজভবন পর্যটকদের জন্য উন্মুক্ত 



 কুশল দাশ গুপ্ত , শিলিগুড়ি,২৫ ফেব্রুয়ারিঃ সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দার্জিলিঙের রাজভবন।সেখানেই অনুষ্ঠিত হল কেন্দ্রীয় পর্যটন দপ্তরের তরফে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানের শেষদিন সস্ত্রীক সেখানে গিয়ে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনকর।

 অন্যদিকে বৃহস্পতিবার কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জগদীপ ধনকর জানান, বহু বছর পর রাজভবন সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।তাতে আমি বেশ খুশী, কারণ রাজভবন অত্যন্ত সুন্দর স্থান আর সেখানে এত মানুষ যেতে পেরেছে তা আমার দেখে খুব ভালো লেগেছে।

এদিকে নির্বাচন প্রসঙ্গে এদিনও তিনি একই কথা বলেন,  ‘আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক।রাজ্যের প্রতিটি মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে তার ব্যাবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।আর আমার তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে’।

মন্তব্যসমূহ