উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জলের ট্যাঙ্কে সদ্যজাতের মৃতদেহ , চাঞ্চল্য

 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুর মৃতদেহ ,চাঞ্চল্য 



শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরোনো গার্লস হোস্টেলের পাশে একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুর মৃতদেহ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, আজ সকালে এক অ্যাম্বুলেন্স চালক মেডিক্যাল কলেজের পুরোনো গার্লস হস্টেলের পাশে গাড়ি রাখতে গিয়েছিলেন।সেইসময় জলের ট্যাঙ্কের মধ্যে সদ্যোজাতের মৃতদেহ দেখতে পান তিনি।এরপরই অ্যাম্বুলেন্স চালক পুলিশকে খবর দেন।খবর পেয়েই উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এবং শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ