জনসংযোগ বাড়িয়ে দিলেন পর্যটন মন্ত্রী

 
নির্বাচনের দিন ঘোষণা হতেই , জনসংযোগে পথে পর্যটন মন্ত্রী 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি ,২৭ ফেব্রুয়ারিঃ নির্বাচনের দিন ঘোষনা হবার পরই নিজের এলাকায় জনসংযোগ করতে নেমে পড়লেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।আজ সকালে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার প্রায় পঞ্চাশটি বাড়ি গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন পর্যটনমন্ত্রী।তিনি জানান এখনই নয় তবে খুব তাড়াতাড়ি প্রচারে নামবো।এখন শুধু কার কি কি সমস্যা আছে দেখে নিচ্ছি।আমি চাই ভোটের আগে এই এলাকার বাসিন্দারা তাদের সমস্যার সমাধান করুক।তবে আজ থেকেই যে পর্যটনমন্ত্রী রনকৌশল ঠিক করে নিলেন তা হলফ করে বলতে পারা যায়।যেনতেন প্রকারেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা জিতে নিজের হাতে নিয়ন্ত্রণ ধরে রাখতে চান পর্যটনমন্ত্রী তা এখনই নিশ্চিতরূপে বলতে পারা যেতে পারে।

মন্তব্যসমূহ