এবার দার্জিলিং এর ১৭৭৯ টি বুথে ভোট শান্তি পুর্ণ করার চেষ্টা করা হবে - জেলা শাসক
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ গতকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার দিন দার্জিলিং জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন , দার্জিলিং জেলায় নির্বাচন শান্তিপূর্ণ করার চেষ্টা করা হবে । ভয়াবহ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বুথের সংখ্যা ৩০৬ টি বাড়ানো হয়েছে। দার্জিলিং জেলায় মোট বুথের সংখ্যা১৭৭৯ টি । দার্জিলিং জেলায় মোট ভোটার ১২ লক্ষ২২ হাজার ১৯০ জন। এখনো পর্যন্ত মোট২০০০ ভোট কর্মী কে করোনার টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিলিগুড়িতে এসে পৌঁছাবে। এবং স্পর্শকাতর জায়গা গুলোতে রুট মার্চ করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন