নিজের ৪ বছরের শিশুকে গুলি করে হত্যা করল মদ্যপ বাবা
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ ফেব্রুয়ারিঃ নিজের ৪ বছরের শিশু সন্তানকে গুলি করে মারল মদ্যপ বাবা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এ। এই ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে জানা গিয়েছে নাসার আলী নামে ব্যক্তি প্রতিদিনই তার স্ত্রীর সঙ্গে মদ খেয়েছে ঝগড়া করতো। ঘটনার দিন রাত এগারোটার সময় মদ খেয়ে নিজের স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া করে , ঝগড়া মূলত পনের টাকা নিয়ে । ঝগড়া চলাকালীন গুলি করে নিজের ৪বছরের শিশু সন্তানকে , এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশু টিকে সাথে সাথে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শিশুটির মৃত্যু হয়। শিশুটি মৃত্যু হওয়ার পরে পরিবারের উপর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।পলাতক অভিযুক্ত নাসার আলীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন