বাড়ি থেকে পালিয়ে আসা প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ , চাঞ্চল্য
শিলিগুড়ি,২৫ ফেব্রুয়ারিঃ মাথাভাঙা থেকে পালিয়ে এসেছিল প্রেমিক যুগল। শিলিগুড়িতে বালাসন নদীর কাছে ঝুলন্ত দেহ উদ্ধার দুজনের।দুজনের নাম হরিনাথ দেবনাথ ও লতা বর্মণ। জানা গিয়েছে, দুজনের বাড়ি মাথাভাঙার গোলক গঞ্জে। প্রেমিকাকে নিয়ে সেখান থেকে চলে আসে হরিনাথ। তারপর থেকেই তাদের খোঁজ চলছিল। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার পাথরঘাটা সংলগ্ন এলাকায় একটি শ্মশানঘাটের কাছে দুজনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। তারপরই খবর পেয়ে আসে মাটিগাড়া থানার পুলিশ।
সূত্রের খবর, হরিনাথ মাথাভাঙা থেকে এসে শিবমন্দিরে দিদির বাড়িতে ছিল।তারপরই গতকাল রাত থেকে নিখোঁজ ছিল।এদিকে মেয়ের বাড়ির তরফে মাথাভাঙায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল বলে জানা গিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন