হাসিমারা গুরুদ্বারে গিয়ে জানতে চাইলেন সমস্যা

 

হাসিমারা গুরুদ্বারে মুখ্যমন্ত্রী 


নিজস্ব সংবাদদাতা , হাসিমারা , ২ ফেব্রুয়ারিঃ  হাসিমারাতে গুরুদুয়ারায় মুখ্যমন্ত্রী।কথা বলেলেন গুরুদুয়ারার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে।

জানা গিয়েছে, এদিন ফালাকাটা গণবিবাহের অনুষ্ঠান থেকে বেরিয়ে মালঙ্গী যাওয়ার পথে  মুখ্যমন্ত্রী আচমকাই হাসিমারা গুরুদুয়ারাতে যান এবং প্রার্থনা করেন।গুরুদুয়ারাতে মুখ্যমন্ত্রী আসায় খুশি সকলেই।

হাসিমারা গুরুদুয়ারার ম্যানেজার চরণজিৎ সিং জানান, আমরা খুব খুশি মুখ্যমন্ত্রী গুরুদুয়ারাতে এসেছেন।তিনি প্রসাদ গ্ৰহণ করেন এবং আমাদের কাছে জানতে চান কি সমস্যা রয়েছে।

মন্তব্যসমূহ