প্রতিবাদ করতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে হেনস্থার শিকার ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যার বাবা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ মদ্যপান করে যুবকদের ঝামেলা।প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাবা।
শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রিচা ঘোষ।অভিযোগ, শনিবার রাতে বাড়ির নীচে কিছু মদ্যপ যুবক ঝামেলা করছিল।তখনই রিচার বাবা মানবেন্দ্র ঘোষ প্রতিবাদ করেন।ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন।
তখনই মদ্যপ যুবকেরা তার উপর হামলা করে বলে অভিযোগ।সেখানে রিচার দিদির বান্ধবীদের একটি গাড়ি ছিল।সেই গাড়িটি ভাঙচুর করে যুবকেরা।এরপরই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন মানবেন্দ্র বাবু।তাঁর অভিযোগ, সেখানে কিছু বহিরাগতরা এসে ঝামেলা করে মাঝেমধ্যেই।ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন