বেআইনি বিদেশী মদের ব্যবসা , আটক ব্যবসায়ী

 

আটক অবৈধ বিদেশী মদ , গ্রেফাতার ১ 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ দেশী ও বিদেশী মদ উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম দীপক রায়। 

জানা গিয়েছে, দির্ঘদিন ধরেই ওই ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে মদের রমরমা ব্যবসা চালাচ্ছিল।শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।পুলিশ সুত্রে জানা গেছে, তাদের এই ধরনের অভিযান বিভিন্ন এলাকায় করা হবে।

মন্তব্যসমূহ