শিলিগুড়ি স্থলবন্দর ভাঙচুর কান্ডে বহিষ্কৃত প্রসেঞ্জিত রায় , গঠিত হল আইএনটিটিইউসি র নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ প্রসেনজিৎ রায়কে বহিষ্কার করে এনজেপিতে গঠিত হল আইএনটিটিইউসি এর নতুন কমিটি।এই কমিটির কনভেনার হিসেবে থাকছেন সুজয় সরকার।
রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার, আইএনটিটিইউসি এর জেলা সভাপতি অরূপ রতন ঘোষ।
জানা গিয়েছে, সুজয় সরকার, অঙ্কুর দাস, বাপি ভট্টাচার্য, বাবলু দাস, রাখি সরকার, মৃণাল অধিকারি, এমডি সামারু, বিমল দাস এই ৮ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হল।এই কমিটি এখন থেকে এনজেপিতে আইএনটিটিইউসি মনিটরিং করবে বলে জানান অরূপ রতন ঘোষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন