আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । সাময়িক বিরতি আসছে , "তপন উবাচ" , আজ ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির সুচনা ।
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি ।
সাময়িক বিরতি আসছে , "তপন উবাচ" , আজ ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য তাঁর নবতম সৃষ্টির সুচনা ।
কাব্যানু
কাব্যানু \ প্রথমা
তপন উবাচ
রোদ ঝরে পড়ে জলের উপর ঝমঝমউল্লাসে কাকেরা মেতেছে মহাস্নানে কী আনন্দম কী আনন্দম!
আলোকচিত্র : রাতুল রাহা , বেনারস
কাব্যানু \ দ্বিতীয়া
পিছন থেকে ডেকো না কেউ বলবে না তো নেতি নেতিজীবন মানে এগিয়ে যাওয়ার চরৈবেতি চরৈবেতি।
আলোকচিত্র : কমল মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন