করোনার ভয় কে জয় করে আবার খো খো প্রতিযোগিতা উত্তরবঙ্গে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারি: করোনা ভীতি উড়িয়ে আবারও শিলিগুড়িতে এক বছর পর ফিরতে চলেছে খো–খো। ২৮ ফেব্রুয়ারি রবিবার শিলিগুড়ি মহকুমা খো–খো সংস্থার উদ্যোগে একদিনের খো–খো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় শিলিগুড়ির ছেলে ও মেয়েদের ৮টি দল অংশগ্রহণ করছে। সকাল ১০টা থেকে রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠের মাঠে খেলা শুরু হবে। ছেলেদের অংশগ্রহণকারী দলগুলি হল: পানু দত্ত মজুমদার সব পেয়েছির আসর, শিলিগুড়ি খোখো লাভার্স, নবোদয় সঙ্ঘ, সুকান্ত স্বনির্ভির গোষ্ঠী। মেয়েদের: পানু দত্ত মজুমদার সব পেয়েছির আসর, শিলিগুড়ি খো–খো লাভার্স, জুয়েল অ্যাথলেটিক ক্লাব, সন্ন্যাসীকাটা খো–খো অ্যাকাডেমি। মহকুমা খো–খো সংস্থার সচিব ভাস্কর দত্ত মজুমদার বলেন, ‘করোনার জন্য আমরা এতদিন খো–খো করতে পারেনি। খেলোয়াড়দের মনোবল বাড়াতে আমরা ফের প্রতিযোগিতা করতে চলেছি।’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন