জনসংযোগ বাড়াতে তৃণমূল ছাত্র পরিষদের ক্রিকেট প্রতিযোগিতা

 
তৃণমুল ছাত্র পরিষদের ক্রিকেট প্রতিযোগিতা শিলিগুড়িতে 




নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ ২০২১ এর বিধান সভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত । সব রাজনৈতিক দল জনসংযোগ বাড়াতে ব্যস্ত । সেই লক্ষ্যে  আজ শিলিগুড়ির তেইশ নং ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিসদ দ্বারা পরিচালিত এক শর্ট ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় মোট বারোটি দল অংশগ্রহন করে।এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।তৃনমুল কংগ্রেস সভাপতি জানান তিনদিনের এই প্রতিযোগিতা রাউন্ড রবিন পদ্বতিতে অনুষ্ঠিত হবে।প্রতিযোগীতার বিজয়ীদের আকর্শনীয় পুরষ্কার দেওয়া হবে।কুন্তল রায় আরো জানান আমরা চাই ভোটের আগে সবাই একত্রিত হোক তাই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মন্তব্যসমূহ