বিজেপি' দেওয়াল লিখনে তুলে ধরা হবে উন্নয়নের কথা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে বিধানসভা ভোটে জিতে কোন উন্নয়নমূলক কাজগুলি করা হবে, তার পরিকল্পনা চলছে।বিজেপির দেওয়াল লিখনের কর্মসূচীতে এসে এমনটাই জানালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীন আগরওয়াল। শুক্রবার বিধানসভা ভোটের দিন ঘোষনার পরেই প্রচারে উঠেপড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি।শনিবার সকাল থেকেই ভোটের প্রচারে বিজেপির দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল।উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীন আগরওয়াল, সাধারণ সম্পাদক রাজু সাহা সহ দলের অন্যান্য কর্মীরা।
এদিন প্রবীন আগরওয়াল বলেন, বিধানসভা নির্বাচনে জিততেই হবে।তাই দ্রুত বিজেপি নেতারা প্রচারে নামবেন।পাশাপাশি ইলেকশন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি বাড়ি প্রচারে নির্দিষ্ট কয়েকজন নেতা-কর্মীই যাবেন।এছাড়াও ভার্চুয়ালি তারা মানুষের কাছে পৌছনোর চেষ্টা করবেন বলে জানান তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন