টোটো চালক মালিককে ফিরিয়ে দিল হারানো ব্যাগ


জরুরী কাগজপত্র সমেত হারিয়ে যাওয়া ব্যাগ মালিকের হাতে ফিরিয়ে দিল টোটো চালক 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ হারিয়ে যাওয়া ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিলেন টোটো চালক। শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা রতন সূত্রধর।পেশায় টোটো চালক তিনি।গত সপ্তাহে মাদারিহাটের বাসিন্দা শুভম গৌতম রতন বাবুর টোটোতে ওঠেন।সেইসময় ভুলবশত তিনি রতন বাবুর টোটোতেই তার ব্যাগটি ফেলে রেখে যান।পরে টোটোতে থাকা অন্য এক মহিলার নজরে আসে ব্যাগটি।তিনি টোটো চালক রতন বাবুর হাতে ব্যাগটি তুলে দেন।এদিকে শুভম গৌতম ব্যাগটি খুঁজে না পেয়ে মাদারিহাট থানায় অভিযোগও দায়ের করেন।

অপরদিকে রতন বাবু ব্যাগটি পাওয়ার পরই এনজেপি থানায় বিষয়টি জানান।এরপরই ব্যাগের ভেতরে থাকা শুভম বাবুর পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সহ চিকিৎসার জরুরী কাগজপত্র দেখে মাদারিহাট পুলিশে খবর দেওয়া হয়।মাদারিহাট থানার পুলিশ খবর দেয় শুভম গৌতমকে।শুক্রবার সেই ব্যাগ নিতে মাদারিহাট থেকে এনজেপি থানায় আসেন শুভম বাবু।তার হাতে ব্যাগ তুলে দেন রতন বাবু। 

মন্তব্যসমূহ