আগামীকাল উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী , রণকৌশল ঠিক করাই আসল লক্ষ্য

 

এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর , শেষ মুহূর্তে কি নির্দেশ দেন , সেদিকে তাকিয়ে  দলের কর্মীরা 


বিশেষ সংবাদদাতা ,শিলিগুড়ি , ৩১ জানুয়ারিঃ  মুখ্যমন্ত্রী আসছেন আগামীকাল সেই কারণে আজ গোটা বাঘাযতীন পার্কে ঘুরে নিয়ে গেলেন গৌতম দেব এবং রঞ্জন সরকার।তারা এদিন গোটা বাঘাযতীন পার্কের নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখেন।কাল বাঘাযতীন পার্ক থেকেই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেই কারনে এবং আগামী দুটি নির্বাচনে দলের রনকৌশল নিয়েও দার্জিলিং জেলা নেতৃত্বের সাথে আলোচনা করবেন তিনি।মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন তিনি পুরসভা এবং বিধানসভার জন্য আলাদা আলাদা করে দুটি দল তৈরী করবেন যারা এই দুটি নির্বাচনে দলের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করবে দার্জিলিং জেলার শীর্ষ নেতৃত্বের সাথে।আগামীকাল মুখ্যমন্ত্রী কি বলেন তার দিকে তাকিয়ে গোটা উত্তরবঙ্গের অসংখ্য তৃণমূলের অনুরাগী । সেটা নিয়েই আগামী নির্বাচনে দল লড়বে বলে জানিয়েছেন তারা।তবে আগামীকাল মুখ্যমন্ত্রী কি বলেন সেটার দিকে তাকিয়ে তৃণমূলের অস্যংখ্য অনুরাগী।

মন্তব্যসমূহ