বিজেপি'র রাজ্য সভাপতির সভার পরেই তৃণমূলের মাঠ শুদ্ধিকরণ শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৯ জানুয়ারিঃ মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা এবং যোগদান কর্মসূচির পর মাঠ শুদ্ধিকরণ করল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গিয়েছে, এদিন বাঘাযতীন পার্কের গেটের সামনে শুদ্ধিকরণের পুজো করার পর গোটা মাঠ সহ রবীন্দ্রমঞ্চে গঙ্গা জল ছিটিয়ে দেন ছাত্র পরিষদের সদস্যরা।
দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায় বলেন, ‘বিজেপি ভগবানের নাম নিয়ে রাজনীতি করে।সেই কারণেই মাঠ শুদ্ধ করা হল।বাঘাযতীন পার্ক পবিত্র মাঠ।আগামীতেও যারা ধর্ম নিয়ে রাজনীতি করবেন এবং এই মাটিতে পা দেবেন আমরা আবার শুদ্ধিকরণ করব’।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন