দুটি স্টেন্ট বসল সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে
বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৮ জানুয়ারিঃ কলকাতার মহারাজের হৃদযন্ত্রে বসল আরো দুটি স্টেন্ট। এর আগে বসেছিল একটি । কলকাতার বাইপাশএর ধারে একটি বেসরকারি হাসপাতালে আজ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও অশ্বিন মেহতার তত্বাবধানে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে কলকাতার আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে, জরুরী ভিত্তিতে একটি স্টেন্ট বসানো হয়েছিল। এবার গত মঙ্গল রাত্রে অসুস্থ বোধ করার পর , বুধবার সৌরভ ভর্তি হন হাসপাতালে। তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন , সেরকম জরুরী হলে , যে দুটি ব্লকেজ রয়েছে, সেখানে স্টেন্ট বসানো হবে। আজ সেটি হল। এখন সৌরভ সুস্থ ও স্থিতিশীল আছেন । আগামি দুদিন পর তাঁকে হয়ত ছেড়ে দেওয়া হবে ।
এদিন সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য , বিকেলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা কথা বলেন সৌরভের স্ত্রী ডোনার সঙ্গে। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলেন সৌরভ ভালো আছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন