ব্রাউন সুগার , অস্ত্র , নগদ টাকা সমেত আটক ২
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৫ জানুয়ারিঃ শিলিগুড়ি,২৫ জানুয়ারিঃ ফের আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম শাহ ওলি ও শমসার খান।দুজনই উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,সাত রাউন্ড তাজা কার্তুজ,৩৩০ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৬ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ঢাকালজোত এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।প্রসঙ্গত, কয়েকদিন আগেই আগ্নেয়াস্ত্র ও ৯১ রাউন্ড তাজা কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করেছিল মাটিগাড়া থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন