জনসংযোগে ওয়ার্ড কো অর্ডিনেটরের তীর্থ যাত্রা

 এলাকার নবীন ও প্রবীনদের নিয়ে শিলিগুড়ির ওয়ার্ড কো অর্ডিনেটরের তীর্থ যাত্রা 


শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ এলাকার প্রবীণ ও নবপ্রজন্মকে নিয়ে কানকি ধাম যাত্রার আয়োজন। শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রদীপ গোয়েলের উদ্যোগে প্রায় ৭০০ জনকে কানকি ধাম যাত্রায় নিয়ে যাওয়া হয়।

এদিন সকালে এস রোড থেকে যাত্রার শুভসূচনা করেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। বাসে কানকি ধামে নিয়ে যাওয়ার পাশাপাশি সকলের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

এদিন প্রদীপ গোয়েল জানান, প্রতিবছরই ওয়ার্ডের প্রবীণদের নানা মন্দির, পিকনিকে নিয়ে যাওয়া হয়। এবার পিকনিকের বদলে সকলকে কানকি ধামে নিয়ে যাওয়া হচ্ছে। কো-অর্ডিনেটরের এই উদ্যোগের প্রশংসা করেন রঞ্জন সরকার সহ উপস্থিত অন্যান্যরা।

মন্তব্যসমূহ