বে আইনি মাদক সমেত আটক ২ পাচারকারী
নিজস সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার এবং নগদ টাকা সহ ২ জনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম ইসমাইল হক(৩৮)এবং মহম্মদ কৌশার(২২)।ইসমাইল মালদার এবং কৌশার মাটিগাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে এক ব্যক্তি মালদা থেকে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে পৌঁছেছে।এই খবরের ভিত্তিতে খাপরাইল মোড়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৯৫০ গ্রাম ব্রাউন সুগার এবং ৪ লক্ষ টাকা।দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন