সিকিম , কাশ্মীর , সিমলায় তুষারপাত

 দেশের উত্তর দিকে তুষার পাত , খুশিতে মাতোয়ারা পর্যটকরা



বিশেষ সংবাদদাতা , সিকিম ও কলকাতা , ৩১ জানুয়ারিঃ  আজ বছরের প্রথম মাসের শেষ দিনে  প্রবল তুষারপাত সিকিমে।সিকিমের সব জায়গায় আজ সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে।আজ সকাল থেকেই প্রবল তুষারপাতে সিকিমের সব জায়গার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।দোকানপাট বাজার সব বন্ধ করে রাখা হয়।সিকিমের সব জায়গায় তাপমাত্রা কমে এক ডিগ্রীতে চলে আসে।প্রবল শীতে মানুষ প্রায় বাইরে বের হননি বললেই চলে।তুষারঝড়ে আটকে পড়ে সমস্ত গাড়ি।

এদিকে জম্মু - কাশ্মীরেও চলছে প্রবল তুষার পাত,

সিমালতেও তুষারপাতএ বেশ খুশি পর্যটকরা।

মন্তব্যসমূহ