২০২১ এর নির্বাচকে সামনে রেখে উত্তরবঙ্গে বামেদের জনসংযোগের মুখ প্রাক্তন মন্ত্রী

 

প্রাক্তন বাম মন্ত্রী ,অশোক ভট্টাচার্যের গড় রক্ষা করতে বাড়াচ্ছেন জন সংযোগ  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩১ জানুয়ারিঃ  রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলি তাই বিধানসভা নির্বাচন এর জন্য নিজেদের কর্মপন্থা শুরু করে দিয়েছে।রাজ্যের  প্রথম দশটি তাৎপর্যপূর্ণ বিধানসভা আসনের মধ্যে অন্যতম শিলিগুড়ি বিধানসভা আসন টি। এ আসন বরাবরই বাম দুর্গের ঘাঁটি। গত দুটি নির্বাচনে বামফ্রন্টের আশানুরূপ ফল একেবারে হয়নি। কিন্তু তারপরও শিলিগুড়ি বিধানসভা আসন টি তে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। এর সম্পূর্ণ কৃতিত্ব  অশোক ভট্টাচার্য  নামক বামফ্রন্ট এর বরিষ্ঠ নেতার। তাই এবার আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে কোনোভাবেই এই আসনটি হাতছাড়া না হয় তার জন্য উঠেপড়ে লেগেছে বাম কংগ্রেস জোট।  অশোক ভট্টাচার্য তিন মাস আগে থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। জনসংযোগ বাড়ানোর জন্য তিনি এখন থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন। ফলে আবার যে এই আসনটি তাঁরা রক্ষা করবেন সেটা রাজনৈতিক মহল মনে করছে। 

মন্তব্যসমূহ