উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 
উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৫ জানুয়ারিঃ  ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়ে এডিআরএম কে স্মারকলিপি দিল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ক্যাসুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন।

সঙ্গত, করোনা সংক্রমন রুখতে গোটা দেশে লাগু করা হয়েছিল লকডাউন।এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন, যান চলাচল।তবে এখনও সম্পুর্ন রুপে স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল।এরফলে ট্রেনের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করা অস্থায়ী ও ঠিকা শ্রমিকরা নানান অসুবিধের সম্মুখীন হচ্ছেন।

অবিলম্বে সমস্থ ট্রেন চালুর দাবি জানিয়ে শুক্রবার রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করে ক্যাসুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন এর ডাবগ্রাম ফুলবাড়ি কমিটি।এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক বিশ্বজিত গুহ সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ