রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন - তপন উবাচ

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতি আসছে ,  "তপন উবাচ"  , আবার ফিরবেন , আরো নতুন অনুভূতি নিয়ে , আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য । আজ রবিবারে তাঁর দুটি অনুভুতিকে ভাগাভগি করলাম পাঠকদের সঙ্গে।

                                        পদ্যদিঘি

প্রথমা



তপন উবাচ

দুহাতে সমুদ্র ঠেলে হুশ করে উঁকি দেয় লাল
যেন কেউ হোলি খেলে রাঙিয়েছে দিকচক্রবাল
মনটা বিষণ্ণ ছিল--দিগন্তের এই রূপান্তর
ভরল চেতনাব্রহ্ম বিহানের সূর্যসফর।

আলোকচিত্র  জ্যোতির্ময় দাশ
মিটুং গ্রাম, ভিক্টোরিয়া
অস্ট্রেলিয়া 



দ্বিতীয়া



পাহাড়ের নীচে থেকে ডাক দিই তোমার উদ্দেশে
পাকদণ্ডি বেয়ে বেয়ে সেই স্বর ছুঁয়েছে শিখর
ভাবছি আসবে ফিরে প্রতিধ্বনি ভেসে ভেসে
কিন্তু অবাক কাণ্ড, এল তোমারই কণ্ঠস্বর।


আলোকচিত্র  : তণুশ্রী পাল
ঝালং, জলপাইগুড়ি

মন্তব্যসমূহ