বিজেপি'তে যোগ দিতে স্বরাস্ট্র মন্ত্রীর পাঠানো বিশেষ বিমানে দিল্লী গেলেন রাজীব রা
বিশেষ সংবাদদাতা , কলকাতা , ৩০ জানুয়ারিঃ স্বরাষ্ট্র মন্ত্রীর পাঠানো বিশেষ বিমানে দিল্লীতে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে বিজেপি'তে যোগদানের জন্য রওয়ানা দিলেন সদ্য পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , বিধায়ক বৈশালী ডালমিয়া , প্রবীর ঘোষাল , হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী , অভিনেতা রুদ্রনীল ঘোষ । সঙ্গে গেলেন কৈলাস বিজয়বর্গীয় , ও মুকুল রায়। আজ যোগদানের পর তাঁরা ফিরে আসবেন রাজ্যে। কাল হাওড়ার জনসভায় বক্তব্য রাখবেন তাঁরা।
শুভেন্দুর পর রাজীব সহ এই সব তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বের বিজেপি'তে যোগ দেওয়াও অনেকটাই টাল মাটাল বঙ্গ তৃণমূল নেতৃত্ব। যদিও বিষয়টাকে গায়ে মাখতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূলের নেতারা। রাজনৈতিক মহলের কথায় , এই পদ্ম শিবিরে যোগ দেওয়া বিধায়কদের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না শাসক দল। কেননা এরা সবাই ফ্রেশ ইমেজ ধারি। ফলে একটা বড় ধাক্কা রাজ্যের শাসক দলের কাছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন