বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ,প্রেমিকের বাড়ির সামনে ধর্না , আত্মহত্যার হুমকি প্রেমিকার

খবর ঝলক 


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ,  স্ত্রী'র অধিকার দাবি করে প্রেমিকার আত্মহত্যার হুমকি 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,৩১ ডিসেম্বরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় ছেলের বাড়ির সামনে ধর্ণায় এক মহিলা। শিলিগুড়ি টিকিয়াপাড়া, ২নং মাতঙ্গিনী কলোনীর ঘটনা।

 জানা গেছে, ওই এলাকার বাসিন্দা দেবলাল শা এর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল স্থানীয় এক মহিলার। বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল ওই মহিলাকে। তবে কিছুদিন আগেই অন্য এক মহিলার সাথে বিয়ে ঠিক হয় দেবাশিশ শা এর। ঘটনা জানতে পেরেই প্রতিবাদে সামিল হন ওই মহিলা।তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাসও করেছে অভিযুক্ত ব্যাক্তি, অথচ এখন তাকে চিনতেও অস্বীকার করছে অভিযুক্ত ও তার পরিবার। গোটা ঘটনায় শিলিগুড়ি থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে, বর্তমানে পুলিশ আটক করেছে অভিযুক্ত ব্যাক্তিকে।

অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার নিজের পরিবারের লোকেরা। এখন তিনি চাইছেন তাকে বিয়ে করে স্ত্রী এর স্বীকৃতি দিক অভিযুক্ত দেবলাল শা, নতুবা তিনি অভিযুক্তের বাড়ির সামনেই আত্মহত্যা করবেন বলে হুমিকও দেন।

মন্তব্যসমূহ