উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলকঃ   

সম্পত্তির জন্য বৃদ্ধা মা'কে মারধোর ছেলের

কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৯ ডিসেম্বরঃ  শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনির ঘটনা। ওই এলাকার বাসিন্দা তুলসী হাজরা। স্বামী কয়েকমাস আগে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। অভিযোগ, তারপর থেকে জমি ও বাড়ির দখল নিতে বৃদ্ধা মা'কে মারধর করছে বড় ছেলে বাবু হাজরা ও তাঁর স্ত্রী, ছেলে মেয়ে। বিষয়টি নিয়ে এর আগে শিলিগুড়ি থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তুলসী দেবী। কিন্তু তারপরও অত্যাচারের মাত্রা কমেনি। সোমবারও জমির দখল নিয়ে ঝামেলা শুরু হয়। বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসেন এলাকার মহিলারাও। তখন তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই গতকাল শিলিগুড়ি থানায় স্মারকলিপি দেন এলাকাবাসী।

এদিকে মঙ্গলবার সকাল থেকে বাবু হাজরা ও তার স্ত্রী বাড়িতে নেই। বৃদ্ধার বক্তব্য, স্বামী মারা যাওয়ার পর জমি ও সম্পত্তি ৪ ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিতে চেয়েছি। কিন্তু বড় ছেলে বাবু হাজরা পুরো জমি লাগবে বলে আমার উপর অত্যাচার করছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।

মন্তব্যসমূহ