আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
শ্রদ্ধেয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি ।
পদ্যদিঘি
তপন উবাচ
ধান কাটা সারা হল শীতসন্ধ্যায়
সোনারং ছুটে যায় মাথায় মাথায়
মাঠে শুধু পড়ে আছে স্মৃতি নিয়ে খড়
ঝরা ধানে শালিকের ঠোঁটের আঁচড়
ম ম করছে উঠোনে ধানের সুবাস
ফুটল প্রতীক হয়ে ফুলের উল্লাস।
আলোকচিত্র : লক্ষ্মী নাথ ,হাইলাকান্দি, আসাম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন