এস এফ আই এর ৫০ বর্ষ পুর্তি

 খবর ঝলক

এস এফ আই এর সুবর্ণজয়ন্তী পালনে বর্নাঢ্য শোভাযাত্রা 


নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ৩১ ডিসেম্বরঃ সারা রাজ্য জুড়ে চলছে সি পি এম এর ছাত্র সংগঠন ,এস এফ আই এর সুবর্ণজয়ন্তী বর্ষ পালন। নানা কর্মসূচী নেওয়া হয়েছে সারা বছর ধরে।  সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামপুরে শোভাযাত্রা SFI এর। এদিনের শোভাযাত্রাটি ইসলামপুর জাতীয় সড়ক হয়ে শহরের বিভিন্ন এলাকায পরিক্রমা করে।উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা স্বপন নিয়োগী।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচুর কর্মী সমর্থকেরা।

মন্তব্যসমূহ