এই মুহূর্তের খবর ঝলকঃ
তৃণমুল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে
উত্তরবঙ্গে মানুষের ঢল
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৯ ডিসেম্বরঃ শিলিগুড়িতে তৃণমূলের বঙ্গধনী যাত্রার আজ ছিলো শেষের দিন।আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সূচনা হয় এই যাত্রার।আজ শিলিগুড়িতে এই যাত্রার সূচনা করেন দার্জিলিং জেলার তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার।তিনি জানান বিজেপী নানান অছিলায় বাংলা দখল করতে চাইছে।কিন্তুু বাংলার মানুষ তা কখনোই হতে দেবেন না।তাই এই যাত্রার মাধ্যমে আমরা সবাইকে সাবধান করে দিতে চাই,যে বিজেপী দলটা কতটা ভয়ানক।তৃনমুল কংগ্রেস এই যাত্রা করবে এবং আগামী নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান, বঙ্গধ্বনি যাত্রায় মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে।এরফলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন