এই মুহূর্তের খবর ঝলক
বন্যপ্রাণীদের অস্বাভাবিক মৃত্যু ঠেকাতে উত্তরবঙ্গে নোডাল কমিটি গঠনের প্রস্তাব
এদিন চা বাগান কর্তৃপক্ষ, বিদ্যুৎ দপ্তর, বনদপ্তর,পুলিশ প্রশাসনকে নিয়ে জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু।সম্প্রতি জলপাইগুড়ি জেলায় বাড়ছে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা।বন্যপ্রাণীদের মৃত্যু ঠেকাতে এই উচ্চপর্যায়ের বৈঠক জেলা শাসকের। বৈঠক শেষে জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানান, চা বাগান থেকে ও বনদপ্তর থেকে লোক নিয়ে নোডাল ইউনিট করা হবে।যারা ক্যুইক রেসপন্স টিমের মতো কাজ করবো।খবরাখবর আদান প্রদান করবে।রেড ব্যাংক চা বাগান বন্ধ থাকায় অনেক ঝোপঝাড় তৈরি হয়েছে।সেগুলি ১০০ দিনের প্রকল্প থেকে সাফাই করা হবে।বিদ্যুৎ দপ্তরের সাথেও সমন্বয় রাখতে বলা হয়েছে।বেড়া যাতে ব্যাটারি ও সৌরবিদ্যুত চালিত হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন