রাজ্যপালের অপসারণের তৃণমুলি স্মারকলিপিকে আবর্জনার সঙ্গে তুলনা সায়ন্তনের

 খবর ঝলক

রাজ্যপালের অপসারণের দাবির তৃণমূলের স্মারকলিপি ডাস্টবিনে যাবে - সায়ন্তন 


নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৩১ ডিসেম্বরঃ রাজ্যপাল জগদীপ ধনকরকে অপসারণের দাবিতে স্মারকলিপি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।আর এই নিয়েই শুরু হয়েছে ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত।

বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বিভিন্ন অভিযোগে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠিয়ে রাজ্যপালকে অপসারণের দাবি করেছে তৃণমূল।   

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তৃণমূলের এই স্মারকলিপিকে ডাস্টবিনের আবর্জনার সঙ্গে তুলনা করেন।তিনি বলেন, ‘ওই স্মারকলিপি ডাস্টবিনে ফেলে দেওয়া হবে’।তিনি আরও বলেন, ‘রাজ্যপালের সঠিক ও সত্যি কথা তৃণমূল পছন্দ করেন না।এই কারণে তৃণমূল সাংসদ রাজ্যপালকে অপসারণের দাবিতে স্মারকলিপি পাঠিয়েছে’।

মন্তব্যসমূহ