খবর ঝলকঃ
বেহালায় সাবর্ণ বাড়িতে চন্ডীপুজো দিতে এসেও রাজ্য সরকারকে আক্রমণ রাজ্যপালের
সমীরণ দাস, কলকাতা ৩০ ডিসেম্বর : বেহালার বড়িশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহাসিক ভবন, চন্ডী বাড়ির চন্ডী মন্দিরে পুজো দিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ।
মূল চন্ডী মন্দিরে পূজা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও আক্রমণ করলেন শাসক শিবির কে। বৃহত্তর কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাপটে বেহালার অবদান উল্লেখ করেন । সংবিধান থেকে ভেঙে পড়া সমাজব্যবস্থা ব্যবস্থা নিয়ে মুখ খোলেন। ২০২১শের আসন্ন নির্বাচন সুষ্ঠ এবং সার্বিক করার আগ্রহ প্রকাশ করেন। ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা নিয়ে স্থানীয় বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে একহাত নেন। তিনি এদিন রাজ্যের শাসন ব্যবস্থা থেকে আমফান দুর্নীতি নিয়েও বেঁধেন রাজ্য সরকারকে। তিনি রাজ্যে্র আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি।
বেহালার তৃণমূল নেতৃত্বের কথায় " বেহালায় কোন বিজেপি নেতা দেখা যাচ্ছে না বলে, রাজ্যপাল কে মাঠে নামাতে হচ্ছে। আর উনি এলেন পুজা দিতে নয় বিজেপির হয়ে প্রচার করতে। আর সেই কারণেই তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে গেলেন স্বভাবসিদ্ধ ভাবে"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন