সাহিত্যের দিন প্রতিদিন

   আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি




তপন উবাচ

তুমি কি নদীর কাছে যাও? গেলে নদী বন্ধু হয়ে

কাছে আসে, হাতে হাত, কত  তার গল্পগাছা

কত ঘাট ঘোরে ফেরে বজরা নৌকো শয়ে শয়ে

নদীরও সুখ-দুঃখ তারা বলে যাবে--শুনো সন্ধাভাষা।

আলোকচিত্র  : সুবল পাঁজা , ভাগীরথী, বুরুল, বজবজ

(ভাগীরথীর কিনার ঘেঁষে সুবল পাঁজা নির্মাণ করেছেন এক দ্বিতল গৃহ, যার ফলকে লেখা  ' ছুটির ঠিকানা'। নামকরণ আমার। জোয়ার এলে বাড়ির চাতাল ভরে যায় ভাগীরথীর জন্য । ) 

মন্তব্যসমূহ