সাহিত্যের দিন প্রতিদিন

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি

 


তপন উবাচ

গোলাপকে তুমি যে-,রঙেই দেখো, গোলাপ কিন্তু গোলাপ

চিনতে যদি অসহজ লাগে ঝুঁকে পড়ো তার কাছে

দু-ভুরু নাচিয়ে, হাসি-হাসি মুখে যেই না করবে আলাপ

ভরাবে তোমার ঘ্রাণেন্দ্রিয় গোলাপীয় উচ্ছ্বাসে।

আলোকচিত্র  : গার্গী ঘোষ





মন্তব্যসমূহ