সাহিত্যের দিন প্রতিদিন

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি




তপন উবাচ
শহর হাঁটছে দ্রুত, থেমে গেল দেখে সরোবর
ভাবছিল স্নান করে নেবে, এত শান্ত, স্নিগ্ধ ঝিল
প্রকৃতি ঝামরে বলে, নামবে না, ও দূষিত শহর
আগে নিজে শুদ্ধ হও, কেন জলকে করছ আবিল?

আলোকচিত্র  : স্নেহাশিস গাঙ্গুলী

মন্তব্যসমূহ

  1. এই উদ্যোগকে স্বাগত।এই প্রচেষ্টার সাফল্য কামনার পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি। 🌹🌹🌹🌹🌹

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন