সাহিত্যের দিন প্রতিদিন

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 

 


তপন উবাচ

বাগানে পা রাখি যেই হর্ষমুখী ফুলের ফোয়ারা

পাপড়ির ইশারা দেয়, 'কিছুক্ষণ দাঁড়াও এখানে

দু'দণ্ড গল্প করি। একা-একা লাগে ছন্নছাড়া!

ফুলের রিস্তেদারি খুঁজে দেবে জীবনের মানে।'

আলোকচিত্র  : তনুজা চক্রবর্তী





মন্তব্যসমূহ