রাজ্যের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ 

 দার্জিলিং এ বিমল গুরুং বিরোধী হাওয়া তীব্র হচ্ছে, কতটা ফায়দা তুলতে পারবে রাজ্যের শাসক দল ?



নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং ও কলকাতা , ২৬ অক্টোবরঃ পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড বিমল গুরুং একেবারে কলকাতায় এসে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে, রাজ্যের শাসক দলের প্রতি আনুগত্য প্রকাশ করাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে পাহাড়ের মাটিতে শাসক দলের প্রভাব বিস্তার করতেই বিমল গুরুংকে এই পাত্তা দেওয়া। অন্য দিকে পাহাড়ের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। তারা প্রতিবাদ জানিয়েছেন । মিছিল করেছেন। রাজনৈতিক মহলের আর একটি অংশ মনে করছে, বিমল গুরুং এর প্রকাশ্যে আস , বিরোধী দলের কাছে শাপে বর হয়েছে। কেন না , পাহাড়ে এক বগগা রাজনৈতিক  রাজনৈতিক বাতাবরণে  শাসক বিরোধী উল্টো স্রোত বইতে বাধ্য। এদিকে একটি সুত্র বলছে, পাহাড়ের মাটি যেন তেন  প্রকারেণ নিজেদের দখলে আনতে মরীয়া শাসক দল।ফলে তারা আগামী ২০২১ এর নির্বাচনে , বিমল গুরুংকে ট্র্যাম্প কার্ড করবে। আর বিরোধী শিবিরের কথায় , শাসক দল যত এটা করবে, ততই তাঁদের সুবিধে। 

বিমল গুরুং কে পাহাড়ে ঢুকতে দেওয়া যাবে না এই দাবী করে গতকাল দার্জিলিং শহরে এক মিছিল বের হয়।মিছিলের ফলে পাহাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রচুর মানুষ এই মিছিলে যোগ দান করে ।এই মিছিল শুধু দার্জিলিং না ঘুম সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।উল্লেখ্য গত ২১ অক্টোবর বিমল গুরুং ও রোশন গিরি কে কলকাতার করুণাময়ী কালীবাড়ির সামনে অনেকক্ষন দেখতে পাওয়া যায়।পরে বিমল গুরুং একটি হোটেল এ সাংবাদিক বৈঠক করে বলেন বিজেপি সরকার পাহাড়ের জন্য কিছু করে নি তার থেকে তৃণমূল সরকার পাহাড়ের জন্যে অনেক কাজ করেছে ।তাই তার দল তৃণমূল সরকার কে পূর্ণ সমর্থন করছে।বিমল গুরুং এর এই মন্তব্যের ফলে পাহাড়ে আলোড়ন ফলেছে।

মন্তব্যসমূহ