খবর ঝলকঃ
বেঙ্গল সাফারি পার্কে ক্যান্টিন ও প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ অক্টোবর উৎসবের মরশুমকে মাথায় রেখে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক এলাকাকে সাজিয়ে তুলছে প্রশাসন। এই উৎসবের মরশুম ও শীতকালে প্রচুর পর্যটক আসেন এখানে । সে কথা মাথায় রেখে শিলিগুড়ি শহরে অন্তর্গত বেঙ্গল সাফারিতে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব একটি প্রতীক্ষালয় ও একটি ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন। একসঙ্গে৩০ জন একসাথে বসতে পারবেন এই প্রতীক্ষালয়। পর্যটন মন্ত্রী গৌতম দেব আরো জানিয়েছেন যে প্রতিবছর শিলিগুড়ি বাসীকে দুর্গাপূজার সময় কিছু না কিছু উপহার দেওয়া হয় এইবার বেঙ্গল সাফারি তে একটি প্রতীক্ষালয় একটি ক্যান্টিন নির্মাণ করে তা উপহার দেওয়া হল। তিনি আরো জানিয়েছেন যে ভবিষ্যতে প্রতীক্ষালয় টি আরো সম্প্রসারিত করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন