উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ


গালোয়ান শহিদ , বিপুল রায়ের বাড়িতে রাজ্যপাল, তুলে দিলেন আর্থিক সহায়তা রাশি 



নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ৯ অক্টোবরঃ রাজ্যপালের আলিপুরদুয়ার সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। আজ শাসক দল , তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে রাজ্যপালের নিয়ে নানা ফ্লেক্স ও ফেস্টুনে ব্যাঙ্গোক্তি করা হয়। তিনি আজ গালোয়ান শহিদ , বিপুল রায়ের রায়ে বাড়িতে যান। সেখানে  আজ গালোয়ানে চিনা সৈন্যের আক্রমনে শহিদ উত্তরবংগের বিন্দিপাড়া এলাকার বাসিন্দা বিপুল রায়ের পরিবারের হাতে কেন্দ্রীয় সরকারের ১১ লক্ষ টাকার সহয়তা রাশি তুলে দিলেন  স্বস্ত্রীক পশ্চিমবংগের রাজ্যপাল জগদীপ ধনখড়। এছাড়াও তিনি নিজে ব্যাক্তিগত ভাবে সাড়ে ৫ লক্ষ  টাকা সহয়তার অর্থরাশি শহিদ সেনার পরিবারের হাতে। পাশাপাশি রাজ্যপালের স্ত্রী নিজে ব্যাক্তিগত ভাবে শহিদ সেনার মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার  সহয়তার অর্থরাশি তুলে দেন।

মন্তব্যসমূহ