উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 


প্রতারিত স্ত্রী, স্বামী ঘর থেকে বের করে দেবার পর রাস্তায় ধর্ণায় 


নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,৮ অক্টোবর: স্বামীর দ্বারা প্রতারিত হলেন স্ত্রী। এমনকি সেই প্রতারিত স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হল। তারই প্রতিবাদে ধর্নায় বসলেন স্ত্রী। অভিযুক্ত স্বামী পেশায় এক ব্যাংকের কর্মচারী এবং তিনি আগেও বিবাহিত ছিলেন। এদিকে প্রতারিত স্ত্রী একজন ডিভোর্সি এবং ওনার আগের পক্ষের দুটি বাচ্চা আছে।শিলিগুড়ির হাকিমপাড়ার ঘটনা এটি।ওই মহিলা আর কোন উপায় না দেখে রাস্তায় বসে যান। পরে পাড়াপ্রতিবেশীরা এসে তাদের খাবার পৌছে দিয়ে যান।ওই প্রতিবেশীরা জানান উভয়ের মধ্যে গন্ডগোল অনেক দিন ।মাঝেমাঝেই ওই মহিলা বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যেতেন।আজ তাদের গন্ডগোল চরমে ওঠে। তার পরেই স্ত্রীকে বের করে দেন স্বামী। এদিকে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় মানুষ জানিয়েছেন , তারা চান এই ভুল বোঝাবুঝির অবসান। আর স্বামী এলাকার বেশ সভ্রান্ত শ্রেণির। ফলে তিনিও সামাজিক সম্মানের কথা ভেবে , বিষয়টি মিটিয়ে নেবেন। 

মন্তব্যসমূহ