আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
তুমি চেয়েছিলে কার্তিক ভোরে মন-ভালো-করা ফুল
তুমি চেয়েছিলে ফুলেল মুহূর্ত অনন্ত অতুল
এই দ্যাখো আজ বিদায় বেলায় ঠিক সন্ধের ঝোঁকে
ভালোবাসা ভরে তোমাকে দিলাম রডোডেনড্রন বোকে।
আলোকচিত্র : জ্যোতির্ময় দাশ ,মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে
শাইকু এই পর্যায়ের লেখা আজ শেষ হল।
পাণ্ডুলিপি তৈরি করার সময় খুঁজেপেতে দেখলাম আগে এরকম আরও শতাধিক টুকরো লেখা প্রকাশিত হয়েছিল পত্রপত্রিকায়। সংকলনে তিনশো শাইকু রাখব এরকম ইচ্ছে।
একটা সমস্যা হল শাইকুর সঙ্গে যে-ফটোগ্রাফ দিতাম তা সংকলনে দেওয়া যাচ্ছে না। অবশ্যই ব্যয়বাহুল্যের কারণে। প্রকাশক জানিয়েছেন একজন বিশিষ্ট চিত্রশিল্পী প্রতিটি শাইকুর সঙ্গে সাযুজ্য রেখে রেখাচিত্র আঁকবেন।
এই সুযোগে যাঁরা নিয়মিত ছবি পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ। তাঁদের ছবি থেকে লেখার সূচনা ঘটেছে প্রতিদিন। বইএর ভূমিকায় উল্লেখ থাকবে তাঁদের কথা।
আগামীকাল থেকে আর শাইকু থাকবে না। - তপন বন্দ্যোপাধ্যায়
বেহালার দিন প্রতিদিন এর নিয়মিত সাহিত্য সাধনায় শুরু হচ্ছে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের আর এক অমর সৃষ্টি " পদ্যদিঘি "
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন