এই মুহূর্তের খবর ঝলকঃ
মেধাবী ছাত্রের পাশে মানবিক মুখ
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র শিবম হাজরা।সে বিশেষ চাহিদা সম্পনন। শিলিগুড়ি কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র শিবম হাজরা বিশেষ চাহিদাসম্পন্ন হলেও একজন সত্যিকারের ফাইটার।সেই কারনেই আজ সানি ভার্মার পরিবারের পক্ষ থেকে দুর্গা পুজোর উপহার তুলে দেওয়া হয় তার হাতে।আগামীতেও যাতে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য সাধ্যমত চেষ্টা করা হবে বলেও জানান সানি ভার্মা।
Thank you so much 🙏
উত্তরমুছুন